Hybrid-awamileeg_biproteek24
কার্টুন - বিপ্রতীক২৪.কম।
আলোচিত সংবাদ ছড়াটুন

হাইব্রিড কাওয়ার কাদেরীয় তত্ত্ব – এ কে আজাদ

বায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগে ফার্মের মুরগি ঢুকেছে। ফার্মের মুরগির কারণে দেশি মুরগি কোণঠাসা হয়ে পড়েছে।  দেশি মুরগি দরকার, ফার্মের মুরগি নয়। ফার্মের মুরগি স্বাস্থ্যের জন্য ভালো নয়। চারদিকে আতি নেতা, পাতি নেতায় ভরে গেছে। তবে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্ম করা চলবে না। তাহলে কাউকে ক্ষমা করা হবে না। দেশ বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’


হাইব্রিড কাওয়ার কাদেরীয় তত্ত্ব
মানছে কে ? শুনছে কে ? বাজে কথা যত্ত ।।
আওয়ামী কওয়ামী মিলে সব হলো একাকার
জামাতিরা বলে তবে কেন বসে থাকি আর ?
আওয়ামী দরজা খোলা আমাদের জন্য
হেফাজতি জামায়াতি আমরা অভিন্ন ।।


ছড়াটুন।।                                    বিপ্রতীক২৪.কম।।

Print Friendly
test