Dhaka Bus-Sittinng-service_biproteek24
কার্টুন - বিপ্রতীক২৪.কম।
আলোচিত সংবাদ মহানগর সংবাদ শিরোনাম

সিটিং সার্ভিস ‘আপাতত’ চলবে – বিআরটিএ

Print Friendly, PDF & Email

রাজধানীর বাসগুলোতে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। “আপাতত’ এই ‘সেবা’ চলবে। তবে ভাড়া নিতে হবে সরকার নির্ধারিত হারে।”


বুধবার বিকেলে বিআরটিএ কার্যালয়ে বাস মালিক সমিতি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান। বিআরটিএর চেয়ারম্যান জানান, সিটিং সার্ভিস চলবে কি না, তা আগামী ১৫ দিনের মধ্যে সাংবাদিক, নাগরিক সমাজ ও বিআরটিএ পর্যবেক্ষণ করবে। এর পর একটি আইনি কাঠামোর আওতায় এনে সিটিং সার্ভিস চালানোর ব্যবস্থা করা হবে।
মশিয়ার জানান, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সিটিং সার্ভিসের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা স্থগিত করা হয়েছে। সে কারণে বিআরটিএ নির্ধারিত ভাড়ার যে তালিকা রয়েছে, সে অনুযায়ী সিটিং সার্ভিস চলবে। একই সঙ্গে সিটিং সার্ভিস বন্ধে অভিযান ১৫ দিন বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

  • মহানগর, বিপ্রতীক২৪.কম।
Powered by WP Review
Powered by WP Review
test