hasina-awamileague_biproteek24
কার্টুন - বিপ্রতীক২৪.কম।
ছড়াটুন সংবাদ শিরোনাম

ভাসছে এ দেশ, ভাসছে হাওর উন্নয়নের জোয়ারে – মজারু

বিএনপির কাছে হাওর দূষণের প্রমাণ চাইলেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে হাওরের পানিতে তেজষ্ক্রিয় দূষণে মাছ ও জলজ প্রাণী মারা যাচ্ছে বলে বিএনপির দাবির সপক্ষে প্রমাণ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি বলব, তারা যে কথাটা বলছে; সেটার প্রমাণ নিয়ে উপস্থিত হোক।


“এটা বৈজ্ঞানিক বিষয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ হবে। ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। তারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে এভাবে দেখাতে পারলে; জনগণ বিশ্বাস করবে। না হলে, তাদের এই মিথ্যা অপপ্রচারে জনগণ কখনো কান দেবে না। অযথা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”
সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনবিক শক্তি কমিশনের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বলেন, “হাওর অঞ্চলে অকাল বন্যার পানির সাথে উজানের ইউরোনিয়াম খনির বর্জ্য ভেসে আসার ফলে জলজ প্রাণীর মড়ক ধরেছে।  গণমাধ্যমসহ ফেইসবুকে এই বিষয়টি এসেছে। সরকার যে তদন্ত করেছে, তাতে সেখাকার পানি পরীক্ষা ছাড়াই বলা হচ্ছে যে, কোনো তেজষ্ক্রিয়তা নেই।”

দুর্নীতির বাঁধ ভাইঙ্গা গেছে
জল ঢুকেছে হাওরে,
ভাসছে এ দেশ, ভাসছে হাওর
উন্নয়নের জোয়ারে।।


উন্নয়ন নেই হাওর বাঁধের
পকেট ভরা উন্নয়ন,
তাইনা দেখে জুড়িয়ে গেল
শেখ হাসিনার দুই নয়ন।।


ছড়াটুন,                           বিপ্রতীক২৪.কম।

[wp-review]
test