Leader cartoon_biproteek24
কার্টুন - বিপ্রতীক২৪.কম।
ফিলিংস বাবা

ফলটা ‘ফেয়ার’ ইস… কি পেয়ার !! – ফিলিংসবাবা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু ‘বিপুল ভোটে’ জয়ী হতেন দাবি করে সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এ নির্বাচনের ফলাফল ‘ফেয়ার’ হলেও ভোট ছিল ‘আনফেয়ার’। এর আগে গতবছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর পরাজয়ের পর তিনি বলেছিলেন, নির্বাচন ‘ফেয়ার’ হলেও ফলাফল ‘আনফেয়ার’ হয়েছে।


        মুঠোফোনে আলাপনে… নেতা গবু চন্দ্রের গো’বচন…।              ফিলিংস স্টেশন কর্তৃক অনুমোদিত প্রলাপচারিতা ।

ফিলিংসবাবা – ওরে…
আল ঠেলে আর গাল পাকামো করিস না…
না বুঝে হাল টাল বেসামাল চলিস না…
সেঁধিয়ে আঙ্গুল !! ছিঃ !!! ওটা ভুল বলিস না…
ত্যালা মাথায় তেল দিতে তো ভুলিস না…।।
খ্যামটা নেচে ঘোমটা মাথায় তুলিস না…
দুই নৌকায় দু’ঠ্যাং তুলে দুলিস না…।।


গবু চন্দ্র – বোঝ ঠ্যালা ছ্যাড়া কয় কি…!!!
নাই গদি প্রাণে সয় কি…?
ইস্যু ছাড়া কিছু হয় কি…!!!
অঙ্গুলি’নীতি আর তেলগীতি… নিয়ে রাজনীতি… ভয় কি ?
তোর প্রাণে ক্যান সয় না…?
আর মানুষেতো কয় না…
রাজনীতি মাঠে ইস্যু লাগে হাতে… তাছাড়া নেতামি হয় না…।।

  • ফিলিংসবাবা, বিপ্রতীক২৪.কম।
Powered by WP Review
Powered by WP Review
test