poem_biproteek24
ছবি-বিপ্রতীক২৪.কম
কবিতা সাহিত্য ও সংস্কৃতি

“নাগর দোলায় নবজাতক” – মোহাম্মদ আলী

Print Friendly, PDF & Email

আঁধারের বুকে আলোক প্রদীপ – রুশদা’ মায়ের এই জীর্ণ ধরার বুকে আগমনে উৎসর্গিত…


শূন্যে তারার গভীরে নবজাতক
শুদ্ধ বোবা ভাষায় বলে –
আমি তোমাদের লোক, কথা রেখেছি ।
তোমরা তোমাদের লোক, কথা রাখনি ।
নাটিখুটি পাঁচ মৌলিক চাহিদা –
কামড়াকামড়ির চর্চায় ধরে আছো
সুষম বণ্টনে মুক্ত চিন্তায়
মদের পাত্রে ডুবজলে মরচে ।
পারমানবিক পুঁজির দম্ভে মাতব্বরি
বিকৃত মস্তিষ্কের ব্যক্তিত্বহীন পৃথিবীতে
কথা রাখনি কুৎসিতের পূজারী –
চেষ্টা অনুপস্থিত কল্যাণকর শ্রেয়স্কামে ।
নগ্নতার আড়ালে মিথ্যার মৃত্যুনাটে
সময় পরিবর্তনে স্বর্গীয় বিশ্বাসে
মানুষের ভিতরে স্রষ্টার নিদর্শন –
আগমনে, যুক্তি-ব্যাখ্যা-মুক্তি ।।


পথের কবি হবার চেষ্টায় – মোহাম্মদ আলী ।             ৮ বৈশাখ ১৪২৩, ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার ।

Powered by WP Review
Powered by WP Review
test